দুবরাজপুর: দীর্ঘ বিরতির পর নতুন আশার আলো! খয়রাশোলে শুরু জব কার্ড হোল্ডারদের ই-কে ওয়াইসি প্রক্রিয়া
দীর্ঘদিন বন্ধ থাকা ১০০ দিনের কাজ প্রকল্পে নতুন পদক্ষেপ নিল প্রশাসন। সরকারি নির্দেশ অনুযায়ী সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে জব কার্ড হোল্ডারদের ই-কে ওয়াইসি (আধার সংযুক্তি) প্রক্রিয়া। খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েতে এদিন আয়োজিত শিবিরে সোমবার সকাল থেকেই জব কার্ডধারীদের ভিড় লক্ষ্য করা যায়। পরিবারভিত্তিকভাবে আধার সংযুক্তির কাজ সম্পন্ন হচ্ছে বলে জানান পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজিত পাল।