হাসনাবাদ: টাকির টাউন প্রেসিডেন্ট বদলের দাবিতে টাকীতে রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভ*
তৃণমূল দল টাকি টাউন প্রেসিডেন্ট হিসেবে *চিনময় মন্ডল* এর নাম ঘোষণা করেছে । এই চিন্ময় মন্ডল টাকি পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । চিনময় মন্ডলকে টাউন প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করার পরেই খুব তৈরি হয় তাকে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে । তার বহিঃপ্রকাশ ঘটে আজ । আজ বুধবার সকাল ১১টা নাগাদ প্রথমে টাকি পৌরসভার সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা । এরপর টাকি পৌরসভার বেশকিছু কাউন্সিলর এবং নেতৃত্ব তারা সাংবাদিক বৈঠ