রাজগঞ্জ: বন্যা বিধ্বস্ত বামনডাঙ্গা চা বাগানেও শুরু হল এসআইআর এর এনুমারেশন ফর্ম বিতরণের কাজ
বন্যা বিধ্বস্ত বামনডাঙ্গা চা বাগানেও শুরু হয়েছে এসআইআর এর এনুমারেশন ফর্ম বিতরণের কাজ। আগামী ১১ তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ওই ফর্ম বিলি করবেন নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার (বিএলও)। এরপর পূরণ করা ফর্ম জমা নেওয়া হবে। ভোটারদের হাতে দুটি করে ফর্ম দেওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে এখন একটি করে ফর্ম দেওয়া হচ্ছে। পরে ফর্ম এলে তখন বাকী একটি দেওয়া হবে। সেক্ষেত্রে সময় বেশি লেগে যাবে বলে অনেকে মনে করছেন।