কয়েকদিন ধরেই চলছে আদিবাসীদের বাঁদনা পরব।আর সেই পরিপ্রেক্ষিতেই বাঁদনা পরবের শেষ দিনে স্বামীজির জন্মদিনে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের জনার্দনডি অঞ্চলের লয়াবাইদ গ্রামে পৌঁছে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ করলেন নিতুড়িয়া ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি হরেরাম সিং।পাশাপাশি এদিন তিনি আদিবাসীদের সাথে মিলে গিয়ে ধামসা মাদলের তালে নৃত্য করে আদিবাসীদের মন জয় করে নেন।