মানবাজার-১ নং ব্লকে উন্নয়নের সংলাপ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু।সোমবার বেলা ১১ টা নাগাদ মন্দিরে পুজো দিয়ে এই কমসূচি শুরু করেন মন্ত্রী। জিতুজুড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামে সভা করা হয় উন্নয়নের সংলাপ নিয়ে।উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু, ব্লক সভাপতি অপূর্ব সিংহ, যুব সভাপতি নবকিশোর পরামানিক সহ দলীয় কর্মীরা।