সিউড়ি ১: সিউড়ি সদর হাসপাতালের তিনটি বিভাগের কর্মীদের পক্ষ থেকে বোনাসের দাবিতে কর্ম বিরতি শুরু করল
Suri 1, Birbhum | Sep 23, 2025 মঙ্গলবার দিন থেকে সিউড়ি সদর হাসপাতালে তিনটি বিভাগের কর্মীরা সিউড়ি সদর হাসপাতালে সামনে বসে কর্ম বিরতি শুরু করেছে। উল্লেখ্য তাদের এখনো অব্দি বোনাস দেওয়া হয়নি, আর সেই কারণেই তারা কর্মবিরতিতে বসেছে।