ইসলামপুর পুলিশ ডিস্টিকের অন্তর্গত চোপড়া থানার উদ্যোগে সাইবার সচেতনতা মাস পালন উপলক্ষে চলছে নানান ধরনের সচেতনতা শিবির। আজ বারই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী, স্বামী বিবেকানন্দের জন্মদিনের এই দিনটি যুব দিবস নামে পালন করা হয়, আজ চোপড়া থানা ও ইসলামপুর পুলিশ ডিস্ট্রিকে পক্ষ থেকে সাইবার ক্রাইম সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়, এই রেলি চোপড়া থানা থেকে শুরু হয়ে চোপড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় চোপড়া থানায় শেষ হয়। এই রেলিতে