দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা গ্রামে বিষ পান করে আত্মঘাতী এক বৃদ্ধ, মৃতদেহ আনতে কলকাতায় রওনা দিলেন পরিবারের লোকজন
কীটনাশক খেয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ। মৃতের নাম রাধেশ্যাম মন্ডল। বয়স ৬২ বছর। সোমবার ভোর চারটে নাগাদ কলকাতার আরজিকর হাসপাতালে মৃত্যু হয়েছে তার। সোমবার বেলা দেড়টা নাগাদ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মৃতদেহ আনতে কলকাতায় রওনা দিয়েছেন পরিবারের লোকজন। রাধেশ্যামের বাড়ি দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা কাপালিপাড়ায়। পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তিনি মাথার সমস্যায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে রবিবার বিকেলে ঘাস মারা বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন রাধেশ্যাম।