ভাতার: দীর্ঘদিনের দাবি মেনে ব্যবসায়ীদের কথা চিন্তা করে ভাতার কৃষক বাজারে বসল সিসিটিভি ক্যামেরা
দীর্ঘদিনের দাবি মেনে ব্যবসায়ীদের কথা চিন্তা করে ভাতার কৃষক বাজারে বসল সিসিটিভি ক্যামেরা। ও অন্ধকার দূর করতে বসানো হলো আধুনিক বাল্ব। মঙ্গলবার নটার সময় এক ব্যবসায়ী জানালেন সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য নিরাপত্তা আঁটোসাঁটো হলো ভাতার কৃষক বাজারে।