নয়াগ্রাম: বেড়াজালে ফের সাপের কামড়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি চিকিৎসার জন্য আনা হল নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে
নয়াগ্রাম ব্লকের বেড়াজাল গ্রামে ফের সাপের কামড়ে আক্রান্ত হলেন এক ব্যক্তি। রবিবার বিকেলে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। আক্রান্ত ব্যক্তির নাম কমল দেহুরী । বয়স ৫০ বছর। বাড়ি নয়াগ্রাম থানা এলাকায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দ্রুত চিকিৎসা চলছে। তবে তাঁর শারীরিক অবস্থার পরিবর্তন প্রতি মুহূর্তে নজরে রাখা হচ্ছে।