পাথরপ্রতিমা: স্বনির্ভরের দিশা দেখাচ্ছে মিসবাহুল উলুম এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, সেলাই মেশিন পেল পাথরপ্রতিমার দুই বাসিন্দা
শুধু সংখ্যালঘু পরিবার নয় সব সম্প্রদায় ভুক্ত পরিবারকে স্বনির্ভর করতে দিশা দেখাচ্ছে লালপুরের মিসবাহুল উলুম এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট,ক্যারাভ্যান অফ মার্সির আর্থিক সহায়তায় দুস্থ পরিবারদের হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন,দুগ্ধবতী গরু,দুগ্ধবতী ছাগল প্রতিবন্ধীদের হুইলচেয়ার,রিক্সা ভ্যান,সাহায্য পেল পাথরপ্রতিমার দিগম্বরপুর,দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা