গোসাবা: গোসবা ব্লকের আমতলী GPর মৌখালী চন্ডিবন ফনিন্দ্র বিদ্যামন্দিরে ১০৭, ১০৮,ও ১০৯নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল
গোসবা ব্লকের আমতলী গ্রাম পঞ্চায়েতের মৌখালী চন্ডিবন ফনিন্দ্র বিদ্যামন্দিরে ১০৭, ১০৮,ও ১০৯নং বুথের পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার সকালে।এদিন পাড়ায় সমাধান কর্মসূচি উদ্বোধন করেন গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল । উপস্থিত ছিলেন এই GPর প্রধান অঞ্জলী সরদার ও উপ প্রধান রঞ্জন মন্ডল, সহ আমতলী GP এলাকার পঞ্চায়েত সদস্যরা। এদিনের এই পাড়ায় সমাধান কর্মসূচীতে ১০৭,১০৮,এবং ১০৯নং এই তিনটি বুথের মানুষজন উপস্থিত হন।