পুরাতন মালদা: বাঁচামারি রামকৃষ্ণ স্মৃতি সংঘের কার্তিক পুজো উপলক্ষে মৌলপুর গ্রামীণ হাসপাতালে ফল ও মিষ্টি বিতরণ
পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাচামারী অঞ্চলে রামকৃষ্ণ স্মৃতি সংঘের কার্তিক পুজো এ বছর উদযাপিত হলো ৪০তম বর্ষে। চার দশকের এই ঐতিহ্যকে ধরে রেখে পুজোর পাশাপাশি মানবিক এক উদ্যোগও নিলো ক্লাবটি। এদিন সন্ধ্যা সাত টায় পুজো উপলক্ষে সংঘের সদস্যরা মৌলপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতি বছরই তারা এই কর্মসূচি পালন করে আসছেন।