দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারী GP র কুমিরমারীতে মায়ারানী প্রাথমিক বিদ্যালয়ে চারিদিকে বাউন্ডারি পাঁচিল দেওয়ার কাজের সূচনা করলেন কুমিরমারী GP প্রধান শ্রাবনী মন্ডল,উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দেবাশীষ মন্ডল,কুমিরমারী অঞ্চল তৃনমূল সভাপতি অঙ্কন মন্ডল সহ এলাকার জন প্রতিনিধিরা।কুমিরমারী GPর উদ্দ্যোগে প্রায় দুই লক্ষ টাকা ব্যয় করে এই স্কুলের চারিদিকে ১০০ফুট পাঁচিল দিয়ে স্কুলের বাউন্ডারি তৈরি করা হবে।