সিউড়ি ২: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সিউড়ির নুরুই পাড়াতে পঞ্চম রাস উৎসবের আয়োজন, সন্ধ্যা থেকে ভিড় ভক্তদের
Suri 2, Birbhum | Nov 11, 2025 প্রত্যেক বছরের ন্যায় এ বছরও সিউড়ি নুরুই পাড়াতে পঞ্চম রাস উৎসবের আয়োজন করা হয়েছে। রস উৎসব উপলক্ষে বসেছে একটা ছোট মেলাও। মঙ্গলবার দিন সন্ধ্যা থেকেই ভিড় ভক্তদের মন্দির চত্বরে।