শালবনি: শালবনীতে আমাদের পাড়ার আমাদের সমাধান ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছিল
শালবনীতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্প আপাতত সালবনিতে শেষ। এখনো পর্যন্ত 58 টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শালবনি ব্লকে। ক্যাম্প চলাকালীন যেসব আবেদন জমা পড়েছিল তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে সালবনি ব্লকে।