রানাঘাট ১: টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে গ্রাহককে বেশি দামে বিক্রির অভিযোগে পাগলাচণ্ডী থেকে গ্রেপ্তার যুবক, জামিন দিল আদালত
রেলের টিকিট গ্রাহককে বেশি দামে বিক্রির অভিযোগে গ্রেফতার যুবককে জামিনে মুক্তি দিলো রানাঘাট আদালত। সূত্রের খবর, রেলের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কেটে তা বেশী দামে বিক্রি করার অভিযোগে শনিবার বিকেলে পাগলাচন্ডী থেকে এক যুবককে গ্রেফতার করে কৃষ্ণনগর RPF। রবিবার কৃষ্ণনগর RPF ধৃত ওই যুবককে রানাঘাট আদালতে তুললে বিচারক তাকে জামিনে মুক্তি দিয়েছেন।