ক্যানিং ১: ক্যানিংয়ের গৌর দহতে বিজেপির উদ্যোগে বিবেক যাত্রা অনুষ্ঠিত হলো
স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে বিবেক যাত্রা করলেন বিজেপি কর্মীরা। সোমবার সকাল এগারোটা নাগাদ ক্যানিং ১ ব্লকের গৌড়দহ এলাকায় শতাধিক বিজেপি কর্মী এই বিবেক যাত্রায় সামিল হন। তাঁদের দাবি যুব সমাজ শিক্ষিত হয়ে বেকার বসে আছেন ঘরে। কোন কর্ম সংস্থানের ব্যবস্থা করতে পারছে না রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দ যুবকদের আদর্শ। তাই যুব সমাজকে সাথে নিয়ে এদিন বিবেক যাত্রা করলেন বিজেপি কর্মীরা।