মেখলিগঞ্জ: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। অন কল বিশেষজ্ঞ চিকিৎসককে হাসপাতাল থেকে ফোন করা হলেও তিনি এসে চিকিৎসা শুরু করেনি। তার গাফিলতিতে তাকে শোকজ করা হবে বলে জানান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস কুমার দাস। জানা গেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে এক রোগী শ্বাসকষ্ট, খিচুনি সহ অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় হলদিবাড়ির সাবেনা খাতুন নামে এক মহিলা। অভিযোগ দীর্ঘক্ষণ ফেলে রেখেও চিকিৎসা শুরু করা হয়নি।