বাগনানে চিপসের গোডাউন ভয়াবহ আগুনে ভষ্মীভূত হয়ে গেল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগনান থানার আন্টিলা কালীতলায়। পুলিশ সূত্রে খবর এদিন রাত ৮ টা নাগাদ আন্টিলায় একটি চিপসের গোডাউনে আগুন লাগে। গোডাউনটিতে দাহ্য পদার্থ মজুদ থাকায় চোখের নিমেষে আগুনের লেলিহান শিখা গোটা গোডাউন গ্রাস করে নেয়। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। লোকজন বেরিয়ে আসে রাস্তায়। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন ল