পুরুলিয়া ১: SC ও OBC ছেলের সভানেত্রী কে সংবর্ধনা দিল জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, জেলা নেতৃত্বরা
জেলা তৃণমূল কংগ্রেসের S.C.ও O.B.C. সেলের সভানেত্রী হিসেবে পুনরাই দায়িত্ব পেয়েছেন মীরা বাউরী, পুরুলিয়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাকে সংবর্ধিত করা হয় ,উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীবলোচন সরেন আইএনটিটিওসি জেলা সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূল নেতা সুসেন মাঝি সহ অন্যান্যরা।