ঝাড়গ্রাম: সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও হোস্টেল ফি কমানোর দাবিতে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ভিত্তিক ভর্তি ও হোস্টেল ফি অধিক রয়েছে। এই অভিযোগ তুলে সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল আদিবাসী ছাত্র সংগঠন ভারত জাকাত সাঁওতাল পাঠুয়া গাঁওতা। সামিল হয়েছিল কয়েকশ ছাত্র ছাত্রী। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় চত্বর ছাড়িয়া বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পর্যন্ত অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে।