বলরামপুর: বনবাঁধা গ্রামে পাইথন উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা
বনবাঁধা গ্রামে বেড়ার জালে আটকে থাকা প্রমাণ সাইজের পাইথন উদ্ধার করল বলরামপুর বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গেছে সাতটি লম্বায় আনুমানিক ৬ থেকে ৭ ফুট ওজন প্রায় ১০ কেজির মত। উদ্ধার হওয়া পাইথনটি সকাল দশটা নাগাদ গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনদপ্তর।