পূর্বস্থলী ২: স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে বিষপান, মৃত্যু মধুপুরের এক ব্যক্তির
পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ গ্রাম পঞ্চায়েতের মধুপুর গ্রামে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি মৃত ওই ব্যক্তির নাম কল্যাণ রাজওয়ার (৫৫). স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে গত আগস্ট মাসের ২৯ তারিখ তিনি বিষ খেয়ে নেন। বিভিন্ন হসপিটালে চিকিৎসার পর বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয় তাকে, এরপর গতকাল বাড়িতেই তিনি মারা যান। আজ বুধবার কালনা মহকুমা হসপিটালে মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ।