কাটোয়া ২: সিঁদুরে রাঙিয়ে দেবীকে বিদায়, দাঁইহাট কাঁসারী বাড়ির সদস্যরা মাতলেন সিঁদুর খেলায়, মর্ত থেকে উমার কৈলাসযাত্রা
মর্ত্যের মায়া কাটিয়ে কৈলাসে পাড়ি উমা। শেষবেলায় সিঁদুর খেলে উমাকে বিদায়।বাপের বাড়ি ছেড়ে কৈলাসে যাত্রা উমার। এদিন বৃহস্পতিবার ভারাক্রান্ত মনে দেবির বিসর্জন সম্পন্ন হল কাটোয়া থানার অন্তর্গত দাঁইহাটের কাঁসারী বাড়িতে। এ বছরের তিথি অনুযায়ী সকাল ন'টা ২৫ এর মধ্যে সম্পন্ন হয় দেবীর ঘট নাড়িয়ে দেবীর বিসর্জন পর্ব। কাঁসারী বাড়ির সকল সদস্যরা মেতে উঠেন সিঁদুর খেলায়।