রানাঘাট ১: জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগে নৃসিংহপুর থেকে ধৃত ব্যক্তি, 14 দিনের জেল হেপাজতের নির্দেশ আদালতের
জমি বিবাদের জেরে প্রতিবেশীকে মারধরের অভিযোগ, নৃসিংহপুর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করলো শান্তিপুর পুলিশ। সূত্রের খবর, শান্তিপুরের নৃসংহপুর এলাকার বাসিন্দা এক ব্যক্তির সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল তার প্রতিবেশির। অভিযোগ, সেই বিবাদের জেরে শনিবার ওই প্রতিবেশী ওই ব্যক্তিকে মারধর করে। আর সেই ঘটনায় আক্রান্ত ব্যক্তি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করলে রবিবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ।