কুলতলি: ৬০ বছরের গৃহবধূকে একাধিক ব্যক্তি ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার দুই কুলতলিতে
কুলতলী এলাকায় ৬০ বছরের এক গৃহবধূকে একাধিক ব্যাক্তি মিলে ধর্ষণ । গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে। অভিযোগ দায়ের কুলতলী থানায়। পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এ বিষয় নিয়ে কি জানালেন শুনুন।