ময়নাগুড়ি: ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি গামী সড়কের হুসলুডাঙ্গা টোলগেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে তেলের ট্যাঙ্কার
সাতসকালে দুর্ঘটনার কবলে তেলের ট্যাঙ্কার।ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থেকে ধূপগুড়ি গামী সড়কের হুসলুডাঙ্গা টোলগেট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন ভোর সকালে কুয়াশা থাকার কারণে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারটি ব্রিজের রেলিং এ ধাক্কা মারে। এবং দুমড়ে মুছে যায় গাড়ির সামনের অংশ। তবে হতাহতের কোন খবর নেই। মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় ময়নাগুড়ির দমকল কর্মীরা সহ একটি ইঞ্জিন পৌছায় ট্রাফিক পুলিশ