কেশিয়ারি: কেশিয়াড়িতে বিশাল মাপের অজগর সাপ উদ্ধার,আতঙ্ক এলাকায়!
পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির অমিলসাই তে বিশাল মাপের অজগর সাপ। আতঙ্ক এলাকা জুড়ে। জানা গিয়েছে এলাকার মানুষ ধান জমিনে ধান কাটতে গিয়ে দেখেন ধান জমিনের ধারে একটি বিশাল মাপের অজগর সাপ শুয়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে বনদপ্তর এসে সাপটিকে উদ্ধার করে।