নওদা: রায়পুর দিঘির ধার এলাকায় জলাশয় এর পাশে পড়ে থাকা প্যাকিং বস্তা ঘিরে চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ
জলাশয় এর পাশে পড়ে থাকা প্যাকিং বস্তা ঘিরে চাঞ্চল্য। নওদা থানার রায়পুর দিঘির ধার এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রায়পুর দিঘির ধার এলাকায়। প্যাকিং বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা নওদা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্যাকিং বস্তা কেটে রহস্য উন্মোচন করে, কি ভরা ছিল ওই প্যাকিং বস্তায়, মানুষের মনে অনেক আতঙ্কে ছিল, শেষ মেষ দেখা যায় বস্তা খুলতেই মরা কুকুর বেরিয়ে আসে।