দুবরাজপুর: রত্নকুঞ্জ থিমে ঝলমল রঞ্জনবাজার স্পোর্টস অ্যাসোসিয়েশনের দশম বর্ষের কালীপুজো
দুবরাজপুর শহরের অন্যতম জনপ্রিয় পুজো সংগঠন রঞ্জনবাজার স্পোর্টস অ্যাসোসিয়েশন এ বছর পদার্পণ করল দশম বর্ষে। বিশেষ এই মাইলফলক উপলক্ষে ক্লাবের সদস্যরা বেছে নিয়েছেন অভিনব থিম—‘রত্নকুঞ্জ’। রঙ, আলো, ও কারুকার্যের মেলবন্ধনে তৈরি এই থিম ঘিরে ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে উচ্ছ্বাস। রবিবার রাত্রি আটটা নাগাদ অনুষ্ঠিত হয় পুজোর থিম উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে এবং দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য।