গাইঘাটা: আজ গাইঘাটার ইছাপুর ২ এ
'আমাদের পাড়া আমাদের সমাধান ' ক্যাম্পের আয়োজন করা হয়
আজ গাইঘাটার ইছাপুর ২ এ 'আমাদের পাড়া আমাদের সমাধান ' ক্যাম্পের আয়োজন করা হয়। এদিনের এই ক্যাম্পে আজ দুপুর তিনটে নাগাদ উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।এদিনের এই ক্যাম্পে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শুনলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি।