হেমতাবাদ: হেমতাবাদের ঠাকুরবাড়িতে জুয়ার ঠেকে পুলিসি হানা
হেমতাবাদের ঠাকুরবাড়িতে জুয়ার ঠেকে হানা দিয়ে জুয়াড়িদের গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিস। শুক্রবার রাতে জুয়ার ঠেকে হানা দেয় পুলিস। জুয়াড়িদের গ্রেপ্তার করার পাশাপাশি বোর্ডমানি বাজেয়াপ্ত করেছে পুলিস।