সিউড়ি ১: যুবতীকে ধর্ষণের ঘটনায় রামপুরহাট পৌরসভার কাউন্সিলর এর জামিনের আবেদন খারিজ করলো জেলা আদালত
Suri 1, Birbhum | Nov 24, 2025 রামপুরহাট পৌরসভার এক কাউন্সিলর এর বিরুদ্ধে অভিযোগ করে রামপুরহাট থানাতে রামপুরহাট থানা এলাকার এক যুবতী ধর্ষণের। আর সেই ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর সিউড়িতে জেলা আদালতে জামিনের জন্য আবেদন করে। জেলা আদালতের পক্ষ থেকে জামিনের আবেদন খারিজ করা হয়েছে। সেই বিষয়ে সমস্তটাই জানালেন অভিযোগকারীনি ।