পুরাতন মালদা: পুরাতন মালদার শুট আউট কান্ডে গ্রেফতার অভিযুক্ত দাদা মদন দত্তকে রবিবার পেশ করা হল মালদা জেলা আদালতে
পুরাতন মালদার শুট আউট কান্ডে গ্রেফতার অভিযুক্ত দাদা মদন দত্তকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছিল। পুলিশ সূত্রের খবর যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল সেই আগ্নেয়াস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। রবিবার দুপুর দুটো নাগাদ অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।। আদালতে যাওয়ার পথে অভিযুক্ত জানিয়েছে, ভাইকে টাকা দিয়েছিল সে কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করছিল তার ভাই। লেনদেন সংক্রান্ত কারণেই গুলি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান প্রশাসনের।