আজ অর্থাৎ সোমবার রাত আটটা নাগাদ ভাঙ্গড়ের ভোজেরহাট ফুটবল খেলা ঘিরে ব্যাপক উত্তেজনা। রেফারি সহ দুই দলের মধ্যে ব্যাপক মারামারি এবং হাতা হাতি দেখা যায়। সূত্রের খবর ভোজেরহাট ফুটবল মাঠে খাড়ম্বা ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় 8 দলীয় নকআউট দিবারাত্রি মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার মাঝে হঠাৎই রেফারীর সঙ্গে বিতর্কে জড়ায় তারপর শুরু হয় দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি এবং মারধর । ঘটনায় ছুটে যায় পোলেরহাট থানার পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে।