মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন সিটকিবাড়ি এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের কাজের শুভ সূচনা করলেন বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ মাথাভাঙ্গা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান রজনী বড়ুয়া সহ নিমন্ত্রিত অতিথিগণ।পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন জানান এলাকাবাসীর সুবিধার্থে এদিন এই এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রের কাজের শুভ সূচনা করা হলো।