বাঁকুড়া ২: বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হল
বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হল। জেলা সম্পাদক আডভোকেট সুব্রত দাস মোদক সহ সভাপতিআডভোকেট হরিদাস ব্যানার্জি জেলা নেতৃত্ব অশোক চক্রবর্তীহরিপদ সরেন বেনীমাধব মিত্র,প্রমুখ বক্তব্য রাখেন। দূর্গা পুরে বেসরকারী মেডিক্যাল হাসপাতালে ডাক্তার ছাত্রীর গণধর্ষণ কারী দের কঠোর শাস্তি জেলার টোটা চালকদের উপর পুলিশী নিপীড়ন প্রভৃতি র বিরুদ্ধে বক্তারা সোচ্চার হন।এস আই আর এর সংবিধান বিরোধী আইনী লড়াই