ভরতপুর ১: নিরাপত্তা ও অনুদান নিয়ে দুর্গাপূজা কমিটিদের নিয়ে ভরতপুর থানায় বৈঠকের আয়োজন, উপস্থিত SDPO
দুর্গাপূজা কমিটির সঙ্গে পুলিশের বৈঠক, নিরাপত্তা ও অনুদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানায় এই বৈঠকে উপস্থিত ছিলেন কান্দি এসডিপিও শাশ্রেক আম্বারদার, সালার সার্কেল ইন্সপেক্টর জয়ন্ত শর্মা, ওসি শিবনাথ মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক শিষ্য চ্যাটার্জি এবং কান্দি দমকল বাহিনীর আধিকারিক দেবব্রত চক্রবর্তী।