হেমতাবাদ: হেমতাবাদ থানায় কালী পুজো ও ছট পুজো কমিটিদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত
হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় কালী পুজো ও ছট উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ থানায়। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার দায়িত্বে থাকা প্রফেশনাল ডিএসপি মুর্সিদ ইকবাল, হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ অন্যরা। পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি পুলিশি ব্যবস্থা নিয়ে আলোচনা করাহয়।