এগরা ১: মনোহরচকে একটি বদ্ধ ঘরের বাথরুম থেকে ইঞ্জিনিয়ার যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার,ময়নাতদন্তে কাঁথি হসপিটালে পাঠাল পুলিশ
কাকি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মনোহর চকে একটি বদ্ধ ঘরের বাথরুম থেকে যুবকের পচা কলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় মৃত যুবকের নাম ধীমান চক্রবর্তীর বয়স ৩৫ বছর স্থানীয়দের সূত্রে জানা গেছে ধীমান পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার গত কয়েকদিন ধরে ওই যুবককে দেখতে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে বাথরুম থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা আদালতে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে,তবে যুবকের মৃত্যুর স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।