ঝাড়গ্রাম: আমরা তদন্ত করে দেখছি,সাঁকরাইলে ১০০টির বেশি পরিবারের জমি হাতিয়ে নেওয়ার নিয়ে বললেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল
সাঁকরাইলের বাকড়াতে একশোটির বেশি পরিবারের প্রায় ৪০০ একর জমি ভুয়ো কাগজপত্র দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। জানা গেছে,জমি মাফিয়ারা গ্রামের প্রায় চারশো একর জমি নানা কৌশলে বিক্রি করছে এবং এমন কি জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।গ্রামবাসীর প্রশ্ন কিভাবে তাদের জমি বেহাত হল? তাদের দাবি তাদের জমি ফিরিয়ে দিতে হবে। ঘটনাটি জানাজানি হতে নড়ে চড়ে বসেছে প্রশাসন।