হাড়োয়া: আকন্দবেড়িয়া এলাকা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন 1 ব্যক্তি
দীর্ঘ প্রায় তিনমাস নিখোঁজ বাবা, নিখোঁজ বাবার খোঁজে ছেলে।নিখোঁজ ব্যক্তির নাম এসমাইল মোল্লা,বয়স ৪৫ বছর,বাড়ি হাড়োয়া ব্লকের আকন্দবেড়িয়া এলাকায়।শুক্রবার রাত দশটা নাগাদ নিখোঁজ ব্যক্তির ছেলে মেকাইল মোল্লা জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন,চলতি বছরের ইংরেজি মাসের জুনের ১ তারিখ তার বাবা বাড়ি থেকে বার হয়ে নিখোঁজ হয়ে যায়। বিভিন্ন যায়গায় খুঁজে তাকে না পেয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি। প্রায় তিন মাস ধরে নিখোঁজ পিতার খোঁজ না পেয়ে উৎকণ্ঠায়