গাইঘাটা: ঠাকুরনগরে আজ সাংবাদিক সম্মেলন করে এস আই আর বাতিলের দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মতুয়া মহাসংঘের সংঘাদিপতি মমতা ঠাকুর ।
ঠাকুরনগরে আজ দুপুর তিনটা নাগাদ সাংবাদিক সম্মেলন করে এস আই আর বাতিলের দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মতুয়া মহাসংঘের সংঘাদিপতি তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ মমতা ঠাকুর । আগামী ৫ তারিখ বুধবার থেকে ঠাকুরনগরের বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে আমরণ অনশনে বসবে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘ ।