গোসাবা: সত্যনারায়ণপুরে, সত্যনারায়নপুর জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হল শনিবার সন্ধ্যায়
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বালি ১নং গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণপুরে, সত্যনারায়নপুর জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় শনিবার সন্ধ্যায়। এ দিনের এই গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মন্ডল গোসোবা ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার তথা দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মন্ডল। সহ বালি ১নং GP এলাকার বিশিষ্ট গুণীজনেরা।