গোসাবা: গোসাবা BDO অফিসের মাঠে বিজয়া সন্মেলনীর অনুষ্ঠানে যোগ দিতে নৌকা, বোটে চেপে বিভিন্ন অঞ্চল থেকে রওয়ানা দিলেন TMC কর্মীরা
দক্ষিণ ২৪ পরগনার গোসাবার BDO অফিসের মাঠে বিজয়া সন্মেলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্দ্যোগে শুক্রবার বিকেল থেকে।সেই বিজয়া সন্মেলনীর অনুষ্ঠানে যোগ দিতে গোসাবা ব্লকের আমতলী,কচুখালী,সাতজেলিয়া,লাহিরিপুর ,কুমিরমারী,সহ বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার দলীয় তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নৌকা,বোট ও লঞ্চে চেপে রওয়ানা দিলেন। আর সেই ছবি আপনারা দেখছেন পাবলিক app এর ক্যামেরায়।