হেমতাবাদ: SIR এর ফ্রম জমা নিয়ে প্রশাসনিক বৈঠক হেমতাবাদ বিডিও অফিসে
SIR এর ফর্ম বিতরণ শেষ হলেও পূর্ণ হওয়া ফর্ম এখনো সেই ভাবে জমা পড়ছে না। দ্রুত ফ্রম দায়িত্বে থাকা বিএলও রা কাছে জমা দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি কাজে গতি আনতে সর্বদলীয় বৈঠক করলেন হেমতাবাদের বিডিও। মঙ্গলবার দুপুরে বিডিও বিশ্বজিৎ দত্তর অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্রুত ফ্রম জমা দেওয়ার আবেদন জানানোর পাশাপাশি ফ্রম পূর্ন করতে প্রশাসনের তরফে সহযোগীতার কথা বলেহয়।