মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা থানার সামনে রবিবার বিকেল চারটে তিরিশ নাগাদ অবস্থান বিক্ষোভ করে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বরা। সংগঠনের ব্লক সভাপতি পিন্টু বর্মন জানান প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে এদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল।