আমতা ১: আমতা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ উত্তেজনা ভাঙচুর
Amta 1, Howrah | Sep 9, 2025 আমতা হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। মঙ্গলবার সকালে ওই হাসপাতালের শিশু বিভাগ থেকে একটি ১০ দিন বয়সের একটি শিশু চুরি যায়। মায়ের পাশেই শিশুটি ঘুমোচ্ছিল। পরে মা মন্দিরা বাগ যখন দেখেন পাশে তার ছেলে নেই সে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। ঘটনাস্থলে ছুটে আছে চিকিৎসক এবং নার্সরা। বাড়ির লোকের কাছে খবর গেলে তারাও হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। উত্তেজিত জনতা হাসপাতালে ভাঙচুর চালায় এবং টেবিল চেয়ার সবকিছু উল্টে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছু