গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের বিদায়ী বিডিও ও নতুন বিডিও কে সংবর্ধনা জানাল গোপীবল্লভপুর রামনবমী উদযাপন কমিটি
গোপীবল্লভপুর ১ ব্লকের বিদায়ী বিডিও শ্যামসুন্দর মিশ্র এবং নতুন ভিডিওকে শুভেচ্ছা জানাল গোপীবল্লভপুর রাম নবমী উদযাপন কমিটি। শুক্রবার ব্লক অফিসে উপস্থিত হয়ে সংগঠনের সদস্যরা বিদায়ী বিডিও এবং নতুন বিডিওকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য,গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র বর্তমানে বদলী হয়ে ডায়মন্ডহারবার ২ ব্লকের বিডিও হিসাবে কাজে যোগ দিতে যাচ্ছেন। অপরদিকে নতুন দায়িত্ব নিতে এসেছেন প্রসুন কুমার প্রামানিক।